-ইয়ারা যোহারীন
আমার প্রাণের কবি প্রথম প্রেমের কবি সকল সুরের আধার
শুভজন্মদিনে জানাই তোমায় প্রণাম।
আনন্দে আজি মাথা নত হয়ে আসে বার বার
পৃথিবী কি পারিয়াছে তোমাকে ভুলিবার ?
পাল্টে গেছে জীবন যাত্রা বদলে গেছে মনমানসিকতা
তবু আছো তুমি হৃদয়জুড়ে
চির অক্ষয় সবুজবার্তা!
ডাকঘর আজ অনলাইনে ই আছে খোলা
কিন্তু স্ত্রী কি জানে আবেগের পত্র লেখা?
আজও যৌতুকের বলি হৈমন্তী
লালসার ভয়ে খেলতে যায় না মিনি
ভালবাসার মানুষ দু’দিন পরই চোখের বালি
অন্তর্জালায় পুড়ে ছাই হয় কায়া
প্রেমিকের সাথে স্বর্গ বাসরে যেতে সাহসী নয় ছায়া!
তোমার মত করে নারীর মনকে বুঝতে চায়নি কেউ
এঁকেছো প্রতিচ্ছবি সাথে উচ্ছল সমুদ্রের ঢেউ।
সকল আনন্দে স্মরন করি তোমায় ভালবেসে
পারিনি আজও তোমার ইচ্ছের মতো সমাজটা বদলাতে ।
যান্ত্রিক জীবনে বিস্ময়ে জাগে প্রাণ
যখনই শুনি তোমার কবিতা গান
তুমি ধ্যান তুমিই জ্ঞান তোমার দর্শন করি ধারন
মানি না কখনো প্রেমে পড়া বারন
আশা নিরাশায় প্রেরণা তুমি কবি
জীবন নদীতে বয়ে চলে তোমারই সোনার তরী।
ছবি কৃতজ্ঞতা : অভিনেত্রী নূনা আফরোজ