নিউজ ডেস্ক: ফ্রান্সের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আরেক ফ্রাংকো-বাংলাদেশী রেজাউল করিম রেজা তার দল সমাজবাদী দলের প্যানেল থেকে কন্সাই মিউনিসিপাল পদের জন্য মনোনীত হয়েছেন।
এদিকে তার ভিল সেভরনের বাম জোট থেকে তাদের দলের মেয়র প্রার্থী চুড়ান্ত হয়েছেন। একই সাথে তার দল থেকে তাকে কাউন্সিলর পদে মনোনীত করা হল।
ফলে নির্বাচনে বাম মূর্চা জয়ী হলে রেজাউল করিম কাউন্সিলর বা কন্সাই মিউনিসিপাল হবেন।
প্রসংগত তিনি সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক ও ফ্রান্স বিএনপির প্রভাবশালী নেতা।