নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। ইতোমধ্যে একজনের মৃত্যুও হয়েছে। করোনার এই ঝুঁকির মধ্যেই বৃহস্পতিবার সৌদি আরব থেকে ৪০৬ জন দেশে ফিরেছেন। বিকেল ৫টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারেনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে এই বাংলাদেশিদের দেশে আসার অনুমতি দেয়া হয়। এরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন। তাদের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে আসা হয়।