নিউজ ডেস্ক: বিশ্বসেরা একশ সুন্দরীর তালিকায় আরবের তিনজন নারীও রয়েছেন। তিনজন বিচারকের রায়ে ২০১৯ সালে তারা বিশ্বসেরা একশ সুন্দরীর মধ্যে জায়গা পেয়েছেন।
জানা গেছে, শরীরের গঠন, ওজন, মুখমন্ডলের গড়নের ভিত্তিতে সৌন্দর্য পরিমাপের মানদণ্ড রয়েছে। সে অনুসারেই তাদের র্যাঙ্কিং ঠিক করা হয়েছে।
ওই তালিকায় মিসরের সেলিব্রেটি হাইদি মুসা রয়েছেন উপরের সারিতে। তারপর রয়েছেন আলজেরিয়ান গায়িকা সহিলা বেন লাঞ্চাব। মরক্কোর গায়িকা হানান আল খদর রয়েছেন সবার শেষে।