1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

‘আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি শোবিজ ছেড়ে দিব’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: শোবিজকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিন। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আমব্রিনের শোবিজে যাত্রা শুরু হয়েছিল। এরপর মডেলিং, অভিনয় ও উপস্থাপনা দিয়ে বেশ সাড়া জাগান। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপস্থাপনা করে আলোচিত হন তিনি। আন্তর্জাতিক অঙ্গণেও উপস্থাপনা করার পরিকল্পনা ছিল তার। তবে তার অগে ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে কানাডাতেই থাকছেন। ২০১৮ সালের ২৩ জুন কন্যা সন্তানের জন্ম দেন আমব্রিন। মূলত তার মা হওয়াই তার জীবনে পরিবর্তন এনে দেয়।

সম্প্রতি মেয়ে আমায়াকে নিয়ে আমব্রিন ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেন, ‘ওর মতো একটা ফেরেশতা দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। আমার সেরা সংস্করণ। দয়ালু, ধৈর্য্যশীল এবং কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আমায়ার জন্যই শোবিজ দুনিয়া ছেড়েছেন উল্লেখ করে তিনি লিখেন, মাত্র একদিন বয়সে যখন আমায়া জীবন নিয়ে লড়ছিল, তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন। বিনিময়ে আমি শোবিজ ছেড়ে দেব। নিয়মিত হিজাব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। হারাম কিছু করব না। আল্লাহ আমায়াকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমিও আল্লাহর কাছে ওয়াদা পালনে মনোযোগী হয়েছি। উল্লেখ্য, বিয়ের পর কানাডা থেকে দেশে ফেরেননি আমব্রিন। পরিবার নিয়ে সেখানেই স্থায়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys