নিজস্ব প্রতিবেদক: “আমাদের কথা” ইউরোপের জনপ্রিয় অনলাইন পত্রিকা। সবসময় সময়উপযোগী বিষয় তুলে ধরে। বিনোদনের জায়গাটি ভিষণভাবে উপভোগ্য করে তোলে।
“আমাদের কথা” ফেসবুক পেজে জনপ্রিয় শিল্পীদের নিয়ে বেশকিছু দিন ধরেই বিনোদন অনুষ্ঠান আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়ে আসছে, সেই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। তাই চোখ রাখতে পারেন “আমাদের কথায়”।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের কথার বিশেষ আয়োজন আড্ডা ও গানের অনুষ্ঠান “আমাদের ঈদ আনন্দ” প্রচারিত হবে ১৮ মে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮ টায় , ফ্রান্স সময় বিকাল ৪ টায়।
অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ। অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন আমাদের কথা ফেসবুক পেজে।
আমাদের কথা ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/Amaderkotha-632052633511086