নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ দুপুরে বুশরাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এর আগে ফারদিন হত্যার ঘটনায় বুধবার রাতে রামপুরা থানায় মামলা দায়ের করেন তার পিতা কাজী নূরউদ্দিন। ওই মামলায় বৃহস্পতিবার সকালে রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।