1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

ফ্রান্সে বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে বৌদ্ধদের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব বিহারের নিকটবর্তী সালন দো সাবরিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষ্যে সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

ফ্রান্সের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে আয়োজিত বিকালের এই দানসভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আন্তর্জাতিক বুড্ডিস্ট সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত চন্দরত্না মহানায়ক থের। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক ব্রম্ম বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. সত্যানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন ধম্মাচাক্কা শ্রীলকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভদন্ত বুদ্ধাশ্রী নায়ক থের, ভদন্ত সংঘা মাগ্র থের। অতিথি ছিলেন- প্যারিসে নিযুক্ত শ্রীলংকান রাষ্ট্রদূত অধ্যাপক শানিকা হিরিস বুরে গামা ও মিয়ানমারের রাষ্ট্রদুত উ. ক্য ঝিয়া। দেশনা করেন কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের অন্যান্যদের মধ্যে ভদন্ত বিজয়ানন্দ থের, ফ্রান্সের বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের পরিচালক ভদন্ত কল্যাণরত্ন থের, ভিক্ষুণী সংঘামিত্রা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মংগলাচরন করেন ভদন্ত সুমনানন্দ ভিক্ষু। কিরণ বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরজিত বড়ুয়া। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চয়ন বড়ুয়া, দয়া বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া সুমি, লুনা বড়ুয়া, শুভ মুৎসুদ্দি, কাকলী বড়ুয়া, শিউলী বড়ুয়া, শর্মী মুৎসুদ্দি, জুলিয়া বড়ুয়া, জয়ীতা বড়ুয়া। বরণ সংগীত পরিবেশন করেন বরণ বড়ুয়া। তবলায় সংগত করেন শাপলু চৌধুরী বড়ুয়া। মঙ্গল সূত্র আবত্তি করেন ঐন্দ্রিলা বড়ুয়া, প্রীতিকণা বড়ুয়া, এরিকা বড়ুয়া, রূপন্তি বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুপম বড়ুয়া ও সুস্মিতা বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys