নিউজ ডেস্ক: সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি মিলিয়ে গত তিন দিন অফিস-আদালত বন্ধ ছিল। টানা তিন দিন ছুটির পর রমজানের চতুর্থ দিন আজ সোমবার পড়েছে প্রথম কার্যদিবস। এদিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
জানা গেছে, সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির জট লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে যানজটের পরিমাণও বেড়ে যায়। এতে সড়কে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এদিন নির্ধারিত সময়ের অনেক পরে অনেককে কর্মস্থলে ঢুকতে দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, রাজধানীর বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গাড়ির চাপও বেড়ে যায়। তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা রয়েছে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত সড়কে।
যানজটের বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ রাস্তায় গাড়ির চাপ তুলনামূলক একটু বেশি। তিন দিন বন্ধ থাকার পর আজ রাজধানীতে সব অফিস খুলেছে। এদিকে, রমজানের কারণে অফিস টাইম একটু পরিবর্তন হয়েছে। সবমিলিয়ে একসঙ্গে সকাল থেকে গাড়ির চাপ বেড়েছে। তাই এই যানজট। ’
তেজগাঁওয়ে দেশের একটি জাতীয় দৈনিকে কাজ করেন মো. মোস্তফা। আজ ১০টা ৫০ মিনিটে মিরপুর-১২ থেকে অফিসের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু অফিসে আসতে তার সময় লেগেছে প্রায় সোয়া দুই ঘণ্টা। তিনি বলেন, ‘রোজা রেখে অসহ্য গরমে যানজটে আটকে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু কিছু করার ছিল না।’
শ্যামল রায় নামের আরেক যাত্রী বলেন, ‘যানজটের কারণে একবার মনে হয়েছিল বাসায় ফিরে যাই। পরে এক প্রকার বাধ্য হয়েই অফিসে এসেছি। যানজটে মাথাটা এমন ধরে গেছে যে অফিসে ঠিকমতো কাজ করতে পারব কি না জানি না।’
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ তেজগাঁওয়ের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ‘রমজানের প্রথম কর্মদিবস আজ সড়কে গাড়ির চাপ রয়েছে বেশি। বিভিন্ন সিগন্যালে একটু বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। তবে সড়কে যান চলাচল গতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
এদিকে, কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডা পার হয়ে রামপুরা পর্যন্ত সড়কেও যানজট ও গাড়ির চাপ রয়েছে বলে জানা গেছে। সকাল থেকে চলমান এই যানজটের প্রভাব পড়ছে হাতিরঝিল এলাকায়ও। এই যানজট সোনারগাঁও হোটেল সিগন্যাল পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে।