1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

প্যারিসে প্রথমবারের মতো বাউল উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

 

বাউল সম্রাট শাহ আব্দুল করিম বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বাউল প্রেমীদের মধ্যে যুগ যুগান্তরে

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাউল উৎসবে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন

রোববার প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে শেকড়ের সন্ধানে সংগঠনের আয়োজনে এই বাউল উৎসব অনুষ্ঠিত হয়।

শেকড়ের সন্ধানে এর আহবায়ক সাংবাদিক জামিল আহমেদ সাহেদে এর
নেতৃত্বে,শেকড়ের সন্ধানে এর আয়োজনে, গত রোববার ১২ই জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে,প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে,বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে,এতে বক্তব্য রাখেন
সুব্রত ভট্টাচার্য শুভ,এমদাদুল হক স্বপন, ফয়ছল উদ্দিন,রেদোয়ান আহমেদ জুয়েল,অধ্যাপক অপু আলোম,শাহিন আরমান চৌধুরী,হুসাইন সালাম রহমান, আলী হোসেন,সাংবাদিক এনায়েত হোসেন সুয়েল,বিলাল আহমেদ,রিয়াদ আহমদ,রিপন দেবনাথ,এ এস মিহির,আকরাম হোসেন মিন্টু, লুৎফুর রহমান বাবু,মাম হিমু,বলরাম রাজ,রাসেল আহমদ,খোকন ঘোষ,শাহ আলম মায়া,মিঠু নন্দী,মিজানুর রহমান,দীপক সরকার,লক্ষণ শর্মা,রুবেল আহমদ,ইলিয়াস খান,পারভেজ রানা,মিষ্টি ঘুমেজ,মিষ্টি বিশ্বাস,সুচিস্মিতা পূজা,বৃষ্টি গোমেজ,তাজেল আহমেদ,তারেক আরাফাত,লিমন আহমদ,কফিল হোসাইন,দবির আহমেদ,এরসাদ আহমদ,আবদুল মতিন,চান রহমান,সুয়েব আহমদ,
সহ অন্যান্যরা ।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাউল গান কে পরিচয় করিয়ে দেবে ।

শাহ আব্দুল করিমের সৃষ্টিকর্ম সংরক্ষণের জন্য তারা সরকারের কাছে দাবি জানান।

মনসুর আহমেদ ও রুমানা মনসুরের যৌথ উপস্থাপনায় বাউল সংগীত পরিবেশন করেন লন্ডন ও ফ্রান্সের স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys