1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

নারীর ক্ষমতায়নে গ্রামভিত্তিক অনুপ্রেরণামূলক কার্যক্রম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ”নিজেই গড়ি নিজের জীবন ” এই স্লােগানে নারীর ক্ষমতায়নে গ্রামভিত্তিক অনুপ্রেরণামূলক কার্যক্রম পরিচালনা করছে নারীর অনুপ্রেরণামূলক সংগঠন ‘ইয়ারা’। এর জন্ম খুব বেশিদিন না হলেও কাজ করে যাচ্ছে সুনিপুনভাবে। এর প্রতিষ্ঠাতা এস. আর. তুলি (ইয়ারা যোহারীন)। এরা কাজ করে সকল বয়সী নারীর জন্য। কাজের ধরনগুলো হলো, লিঙ্গ বৈষম্য মুক্ত, কন্যাশিশুর সঠিক পরিচর্যা ,
ভাল মন্দ স্পর্শ সম্পর্কে সচেতন করা ইভটিজিং মোকাবেলা আত্মরক্ষা কৌশল, মাথা উচু করে বাঁচো ক্যারিয়ার কাউন্সিলিং, বাল্যবিবাহ রোধ, ক্যারিয়ার , চাকুরী প্রাপ্তি পদ্ধতি , কর্ম সংস্হান , বিয়ে ও সামাজিক বাধা, বয়স যা ই হোক না কেন জীবন উপভোগ করা ।

ঢাকা জেলার নবাবগন্জ উপজেলার ১৪টি ইউনিয়ন, দোহার, মুন্সিগন্জ ও মানিকগন্জ ক্রমশ এ কার্যক্রম সারা বাংলাদেশব্যাপী চালানোর পরিকল্পনা চলছে। ইয়ারা টীমের মেয়েরা গ্রামের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির, ইউনিয়ন পরিষদ অফিস সহ নির্দিষ্ট কোন জায়গায় মেয়েদের কে মটিভেশনাল স্পিচের মাধ্যমে আত্মসচেতন করে তোলে, আত্মনির্ভরশীল হওয়া ও কমপ্লেক্স মুক্ত থাকার জন্য পরামর্শ দেওয়া হয় , পুতুল খেলার ছলে শিশুদের বুঝিয়ে দেওয়া হয় গুড টাচ ব্যাড টাচ চাইল্ড এবিউস রুখতে এ চেষ্টা করে।

‘ইয়ারা’ সব বয়সী নারীর জন্য এমন এক কার্যক্রম যা নারীকে তার লক্ষে পৌছতে সহযোগিতা করে
কোন কাজের জন্য প্রথমে কল্পনা , সে অনুযায়ী কর্ম সম্পাদনের মাধ্যমে পুরস্কার লাভ ও সম্পদ অর্জন বিষয়টি চক্রাকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক এম.ফিল গবেষক , তিনি জানান নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে শহরের পাশাপাশি গ্রামে মনোযোগ দিতে হবে অনেক বেশি সম্পূর্ন নিজ উদ্যোগে বাবা মা ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তিনি গড়ে তোলেন এ প্রতিষ্ঠান
বিশ্ব নারী দিবসে নবাবগন্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে ইয়ারা টীমের বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ,কোন প্রকার দেশী বিদেশী কিংবা স্পন্সারশীপ ছাড়াই সাংস্কৃতিক প্রতিষ্ঠান নাফা ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নিজেই আয়োজকের ভূমিকা পালন করছেন তিনি. গত ২ মাসে তারা ৮টি ইভেন্ট করেছে , গ্রামে কাজ করতে যেয়ে তারা সকলের সহযোগিতা পাচ্ছেন ,শুরু থেকে সহযোগিতা করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা , ইয়ারা টীম ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে সার্বক্ষনিক সাপোর্ট দিচ্ছে সেশনগুলোতে অংশগ্রহন করা মেয়েদের কে, এছাড়া সব এলাকায় রয়েছে তাদের টীম লিডার রা , তুলির সাথে কাজ করছে স্হানীয় স্কুল কলেজের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিনীরা।

তুলি বিশ্বাস করেন নিজ নিজ অবস্হান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কর্মকান্ডের মাধ্যমে দেশের জন্য কাজ করা যায় ,দেশকে উন্নত করার জন্য তাই চেষ্টা করতে হবে সবাইকে, দেশ গড়ার লক্ষ্যেই তিনি গ্রামের নারীদের দেখতে চান মাথা উঁচু করে বাঁচতে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys