নিউজ ডেস্ক: প্রশান্ত কুমার হালদার যিনি পিকে হালদার নামেই পরিচিত বাংলাদেশে- এখন তার ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি জেল। বাংলাদেশে প্রায় তিন ডজন অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত পিকে হালদার নাম ভাঁড়িয়ে বনগাঁ সীমান্তের কাছে বসবাস করার সময় ধরা পড়েন।
তার সঙ্গে ধরা পড়েন তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং পিকে হালদারের সঙ্গিনী আমানা সুলতানা। আমানা ছাড়া সবাই বন্দি আছেন প্রেসিডেন্সি জেলে। আমানা আছেন আলিপুর সংশোধনাগারে। দশ বারের বেশি তাদের সিবিআই বিশেষ আদালতের চার নম্বর কোর্টে পেশ করা হয়েছে, বেশির ভাগ বিচারপতি বিদ্যুৎ কুমার রায়ের এজলাশে।
নতুন কিছু তথ্য উঠে আসেনি কোর্টে। এই অবস্থায় আর্থিক কেলেঙ্কারির তদন্তে নিয়োজিত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং ক্রিমিনাল ষড়যন্ত্রের অনুসন্ধানে নিয়োজিত সিবিআই বাংলাদেশের দুর্নীতি দমন শাখার সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে
জানিয়েছে যে, আগামী মার্চে দুদক এর হাতে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী পিকে হালদার এবং সাথের সঙ্গীদের তুলে দেয়া হতে পারে। আপাতত সেই ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাটি দেখার কাজ পুরোদমে চলছে। চলছে কাগজপত্র তৈরির কাজ।