নিউজ ডেস্ক: তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র সন্তান রাজ্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আর কঠিন এই মুহূর্তে ছেলের পাশে আছেন মা পরীমণি। নেই বাবা রাজ। তবে ছেলেকে খুব মিস করছেন তিনি। আর সেকথাই জানিয়েছেন ফেসবুকে।
রাজ্যের পুরোনো একটি ভিডিও শেয়ার করে রাজ লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে অনেক। আম্বাকে একশ কোটি চুমু দিও।’
এর আগে, নিজের ফেসবুক পেজে একটি মুখাবয়বের ছবি পোস্ট করেন রাজ। ছেলের অসুস্থতায় রাজ পাশে নেই, অথচ সামাজিক মাধ্যমে অ্যাকটিভ- তা নিয়ে অভিনেতার ওপর ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা।
এদিকে, সর্বক্ষণ ছেলের পাশে থেকেও পরীকে শুনতে হচ্ছে নানা কথা। সেকথা পরী নিজেই জানান তার ফেসবুকে। তার কথায়, ‘এই যে বাচ্চার কিছু হইলেই মাকে যারা ব্লেইম করেন, তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া।’
তিনি আরও বলেন, ‘এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমাণ মানসিক চাপ যায়! তার ওপর এইসব বলদামি কথাবার্তা জাস্ট নেওয়া যায় না ভাই। আজকে এক স্মার্ট বলদ বলতেছে “এত মানুষ থাইকা কি লাভ বাচ্চার যদি জ্বরই আসে।” কি করতে মন চায় এখন?’
উল্লেখ্য, শরিফুল রাজ ও পরীমণি ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। পরী-রাজের সংসার জীবন ভালো যাচ্ছে না। তাই দু’জন এখন আলাদা থাকছেন। সন্তানের দায়িত্ব একাই পালন করছেন পরীমণি।