নিউজ ডেস্ক: টাকা আত্মসাতের মামলায় ই-ক্যাবের উইমেন এন্টারপ্রেনার্স ফোরামের ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, মাহফুজা আক্তার টাকা আত্মসাৎ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।