নিউজ ডেস্ক: চীন থেকে ফেরত আসতে চাইলে বাংলাদেশিদের হজ ক্যাম্পে থাকতে হবে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর। মঙ্গলবার দুপুরে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, চীন থেকে ফেরা মোট ৬৭৮৯ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া কিছু লক্ষণ দেখা দেয়ায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হননি।
এছাড়া দেশের যেসব প্রকল্পে চীনা নাগরিক কর্মরত আছে তাদের বিষয়ে অবগত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে আইইডিসিআর। করোনা ভাইরাস নিয়ে মানুষকে আতংকিত না হওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।