1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

আমাদের কথা‘য় যোগ দিলেন নদী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

« আপনাদের কথা মানেই আমাদের » কথা স্লোগান নিয়ে এগিয়ে চলা ইউরোপে জনপ্রিয়  পত্রিকা আমাদের কথায় বার্তা সম্পাদকহিসেবে যোগ দিয়েছেন লেখক ,সাহিত্যিক মাসুমা ইসলাম নদী। মাসুমা ইসলাম নদীর লেখালেখির শুরুটা হয় ২০০৬ সাল থেকেনদী ছাত্র জীবন থেকেই বিভিন্ন সাহিত্য পত্রিকার সাথে জড়িত ছিলেন।

মাসুমা ইসলাম নদীর জন্ম মুন্সিগঞ্জে। তিনি হাইস্কুল শেষ করার সময়ে থেকেই লেখালেখির সাথে যুক্ত হন তিনি কলেজে পড়ারসময়ে তার সম্পাদনায় একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তারন্য  বের করতেন মুন্সিগঞ্জ সদর থেকেই তারপর যোগ দেনসাপ্তাহিক মুন্সিগন্জ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কলেজে পড়া অবস্হায় তিনি নামে ছদ্ম নামে বিভিন্ন পত্রিকায় কলামিষ্টহিসেবে পরিচিত ছিলেন তার মধ্যে সাপ্তাহিক মুন্সিগঞ্জ , মানব জমিন , যায়যায় দিন , ভোরের দর্পন অন্যতম শখের বসে সেসাংবাদিকতা করেছেন বেশ কিছুদিন তার ছাত্র জীবন চলা কালে লেখিকা  মুন্সিগঞ্জ হরেগঙ্গা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়থেকে সে গ্রাজুয়েশন শেষ করেন

২০১২ সালে প্রথম তার বই বের হয় অন্বেষা প্রকাশনী থেকেজল জোছ্নায় নীল বালিকাএটি তার প্রথম লেখা কবিতার বই সে দীর্ঘ সময় স্হানীয় বিভিন্ন সাহিত্যে পত্রিকা জাতীয় দৈনিক গুলোতে কলাম লেখতেন তার পর বের হয় খন্ড উপন্যাস নীলফিতায় জন্মান্তর তার লেখায় মূলত ফুটে উঠে নিপীড়িত নারীদের অধিকার বিষয়ে অজ্ঞতা মৌলবাদের বিরুদ্ধে মানুষের  চিন্তা চেতনা বন্দিত্ব পরবর্তী সময়ে পারিবারিক জীবন শুরু করার পর থেকে তিনি ফেসবুকে বিভিন্ন সাহিত্য সম্পর্কিত পেইজগুলোতে নিজের লেখার ছাপ তুলে ধরেন তিনি নিয়মিত ফেসবুক জনপ্রিয় সাহিত্য পেইজ নারী , কবিতা– poem , মায়া , চিঠি, প্রাক্তন বিভিন্ন সময়ে এডিটর এডমিনের দায়িত্ব পালন করেছেন তার অসংখ্য জনপ্রিয় কবিতার মধ্য ঈশ্বরের প্রসাদ , একা , অহম , ডিয়ার আমি , কাউকে দরকার নেই , যে পুরুষ তোমাকে ভালোবাসবে অনেক বেশি জনপ্রিয় তার মোটিভেশনাল লেখা ব্লগ অনেকেরই জীবন যুদ্ধের প্রেরনা যোগায়

আমাদের কথায় যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে দীর্ঘদিন থেকেই আমার লেখালেখির অভিজ্ঞতারয়েছে পাশাপাশি আমি ক্রাইম রিপোর্টিং করেছি। বলতে পারেন সাংবাদিকতার নেশা এখনো আমার মধ্যে আছে আর সেখানথেকেই আমি এই পত্রিকায় যোগ দিয়েছি আমাদের কথা যেহেতু দেশ প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে আর তাইআমি এই পত্রিকায় যুগ দিয়ে আরো নতুন আঙ্গিকে পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করব।

আমাদের কথা পত্রিকাটির প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম সহকারী সম্পাদক হিসেবে রয়েছেন সুরাইয়া নাজনীন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys