নিউজ ডেস্ক: ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা চ্যাডউইক বোজম্যান আর নেই। কোলন ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই অভিনেতা। শনিবার পারিবারিক এক বিবৃতিতে বোজম্যানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় স্ত্রী ও পরিবারের সদস্যরা তার পাশে ছিল।
জীবিত থাকাকালে বোজম্যান তার রোগ সম্পর্কে কখনো কিছু বলেননি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ‘ব্ল্যাক প্যান্থার’ ছাড়াও আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এসবের মধ্যে রয়েছে ডা ফাইভ ব্লাডস, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইন্ডগেম, কেপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, ম্যাসেজ ফ্রম কিং, গডস অব ইজিপ্ট, কিং হোল প্রভৃতি।।