1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

প্রসিকিউটর রানা দাস গুপ্ত সস্ত্রীক করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ হিন্দু–বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাস গুপ্ত ও তার স্ত্রী রীতা দাশগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাডভোকেট রানা দাস গুপ্ত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিন আগে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে করোনা পরীক্ষার আমার এবং আমার স্ত্রীর নমুনা দিয়ে আসি। বুধবার রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের দু’জনেরই করোনা পজিটিভ এসেছে। সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে ১৪ দিন চট্টগ্রাম মেডিকেল সেন্টারে আইসোলেশনে থাকব।

এদিকে গতকাল বুধবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে।

এছাড়া পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে ৮৪ লাখ ৬ হাজার ৬৬০শ’র বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪২৯’র মতো মানুষের। অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪৪ লাখ ১৭ হাজার ৩৮৬ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys