ইতালি প্রতিনিধি: ইতালির মিলানে শেখ হাসিনার আগমনে বিক্ষোভ সমাবেশ করেছে মিলান বিএনপি। বৃহস্প্রতিবার দুপুর ১ টা থেকে ৫ টা পর্যন্ত মিলানের লরেতো তে চার ঘণ্টা প্রধানমন্ত্রীকে অবৈধ ,স্বৈরাচারী নেত্রী আখ্যা দিয়ে গ ব্যাক গ ব্যাক শ্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়। মিলান বিএনপির নেতৃবৃন্দরা এই বিক্ষোভ সমাবেশ এর মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং এই প্রধানমন্ত্রী ক্ষমতার কারণে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকিয়ে রাখার তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, সহ সভাপতি শাহীন হাওলাদার,আনোয়ার বেপারী ,আশরাফ আলম ,শাহ আলম,নজরুল ইসলাম জুয়েল ,যুগ্ম সম্পাদক রুহিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ,প্রচার সম্পাদক এ কে রহুল সান ,যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু,সম্পাদক রাজু খান,রবিন সিকদার সহ মিলান বিএনপি,যুবদল ,স্বেচ্ছা সেবক দল ,মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।