নিউজ ডেস্ক: আয়া সোফিয়াকে মসজিদে রূপ দেয়ার পর প্রথম জুমায় হাজারো মুসল্লিদের সঙ্গে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফেস মাস্ক পরা এরদোগানকে নীল গালিচায় বসে থাকতে দেখা গেছে।-খবর খালিজ টাইমসের
সেইত কোলাক নামের এক মুসল্লি বলেন, আমাদের ৮৬ বছরের আকাঙ্ক্ষার আজ অবসান হচ্ছে। যে জন্য আদালত ও আমাদের প্রেসিডেন্টকে আমরা ধন্যবাদ জানাই। আজ আমরা আয়া সোফিয়ায় নামাজ আদায় করতে পারছি।