1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা ফ্রান্সে মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের উদ্যোগে কানাডা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিম আহমেদকে সংবর্ধনা

মা হচ্ছেন নাবিলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই ক্যামেরার সামনে নেই অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বলা যায় একটা বিরতিতে রয়েছেন তিনি। সম্প্রতি নতুন কাজে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে জানালেন খুশির খবর। তার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা হতে চলেছেন ‘আয়নাবাজি’ খ্যাত এই নায়িকা।

স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, এপ্রিল মাসটি আমার এবং আমার পরিবারের জন্য খুবই বিশেষ। এই মাসেই আমরা জানাতে চাই যে, আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। আগামী জুলাই মাসেই আমাদের জীবনের নতুন ভালবাসাকে স্বাগত জানাবো। আমাদেরকে সবাই আপনাদের প্রার্থনা এবং ভাল চিন্তায় রাখুন!

‘আয়নাবাজি’ খ্যাত এই নায়িকা বলেন, সত্যি বলতে আমার অনেক নার্ভাস লাগছে, সেইসাথে কিছুটা ভয়ও। প্রথমবার জীবনের এরকম একটা মিষ্টি অনুভূতি অনুভব করছি। এই বিষয়টা অনেকদিন থেকেই জানাবো ভেবেছিলাম কিন্তু আমরা সবাই চিন্তা করলাম এই খুশির খবরটা জানানর জন্য এপ্রিল মাসটা বেছে নেই আমরা। কারণ, আমার ও রীমের জন্মদিন, বিবাহবার্ষিকী এই মাসেই। তার জন্য চিন্তা করলাম খুশির খবরটা এ মাসেই জানাই।

তিনি আরও বলেন, এমনিতে স্বাভাবিক আছি, ভালো আছি। সবার কাছে দোয়া চাই।

২০১৮ সালের এপ্রিল মাসে জোবাইদুল হক রীমকে বিয়ে করেন নাবিলা।

প্রসঙ্গত, ২০০৬ সালে বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ নামক একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু হয় মাসুমা রহমান নাবিলার। এরপর একই বছরে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত একটি সার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে আত্মপ্রকাশ ঘটে তার। ২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে বাজিমাত করেন তিনি। এরপর গেল বছরে ‘১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys