নিউজ ডেস্ক: ফ্রান্সে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উত্তর ফ্রান্সের ছাটাউদুন শহরের একটি মসজিদে আগুন দেয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে মসজিদের প্রধান।
ইসলামিক কনফেডারেশন অব ন্যাশনাল অপিনিয়ন (সিআইএমজি) এর সেক্রেটারি ফাতিহ সাইকির বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি পেট্রোলের ক্যান নিয়ে এসে মসজিদে আগুন দেয়। কিন্তু বড় ধরণের কোন দুর্ঘটনা ছাড়াই সেই আগুন নিভে যায়। আগুনে মসজিদ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সাইকির আরো জানান, মসজিদ কতৃপক্ষ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর পর সেখানে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, মসজিদে আগুন দেয়া হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনা তদন্তে ক্যামেরা রেকর্ড পরীক্ষা করা হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি