নিউজ ডেস্ক: ফ্রান্সে গ্রেনোবল শহরের এক বহুতলা ভবনে আগুন লাগার পর এক ফ্ল্যাটের বান্দিারা তাদের দুই শিশুকে জানালা দিয়ে নীচে ফেলে দেয়।
কিছু লোক ৩ ও ১০ বছরের শিশু দুটিকে নীচ থেকে লুফে নেয়।
পাশের বিল্ডিং-এর এক প্রতিবেশী তার মোবাইল ফোনে সেই নাটকীয় মুহূর্তের ভিডিও তুলে রাখে।