নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে পুরনো আর সম্মানীয় ফিল্ম ফেস্টিভেল হিসেবে পরিচিত কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কোন শহরে প্রতি বছর এই উৎসবের আয়োজন হয়ে থাকে। তবে বিশ্ব মহামারীর কারণে এবারের ৭২তম আসর টি বাতিল হয়েছে।
এই আসরকে ঘিরে প্রতিবছর জমজমাট ব্যবসা বাণিজ্য হয় এই শহরে। এই উপলক্ষে বিশ্বের নামিদামি তারকা, মহাতারকারা মিলিত হন। উৎসবে পরিণত হয় তারকাদের মিলন মেলায়।
তবে উৎসব বাতিল হওয়ায় এর প্রভাব পড়েছে শহরের ব্যবসা-বাণিজ্যও। খালি পড়ে আছে হোটেল-মোটেলগুলো।
পর্যটক আকর্ষণে প্যারিস,নিস শহর’র পর তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের এই কান শহর। প্রতিবছর শহরটিতে ৩০ লক্ষ পর্যটক ভ্রমণ করে থাকেন।