নিউজ ডেস্ক: বাংলা টিভি ইউরোপ ব্যুরোপ্রধান শাওন আহমেদ সভাপতি এবং একাত্তর টিভির ইতালি প্রতিনিধি লাবন্য চৌধুরি বাংলা প্রেসক্লাবের ইতালির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
২৭ এপ্রিল বাংলা প্রেস ক্লাব ইতালীর কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী কাউন্সিল পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
শাওন আহমেদ ইতিপূর্বে দীর্ঘদিন বাংলা প্রেস ক্লাব ইতালীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইতালিরসহ পুরো ইউরোপে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেবার ক্ষেত্রে শাওন আহমেদের গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। ইতালিতে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও বটে।
নতুন সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরি শুরুতে বাংলা প্রেসক্লাব, ইতালীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পরে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। লাবন্য চৌধুরি ইতিপূর্বে দেশ টিভি এবং চ্যানেল আই’র ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন গৃহিণী। একাত্তর টিভির ইতালি প্রতিনিধি ছাড়াও তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক দৈনিকে ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।