ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির নেতা ,বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা সপ্তাহ দুয়েক আগে অসুস্থ হয়ে হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। এসময় দেশ-বিদেশ থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিফোনসহ নানা মাধ্যমে তার এবং তার পরিবারের খোঁজখবর নিয়েছেন। ফেসবুকেও তার সুস্থতা কামনা করে অনেকেই পোস্ট দিয়েছেন।
তিনি সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ কৃপায় আমি এখন সুস্থ আছি। তবে ,অসুস্থ থাকাকালীন সময়ে প্রিয়জন শুভানুধ্যায়ীসহ অনেক চেনা – অচেনা ভাই- বোন আমার খোঁজখবর নিয়েছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ।