নিউজ ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবসর নীতিমালা সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে শ্রমিক ইউনিয়নের ডাকে ফ্রান্স জুড়ে চলছে ধর্মঘট।
বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজধানী প্যারিসসহ পুরোদেশ। বন্ধ রাখা হয়, স্কুল-কলেজ, দোকানপাট, রেস্তোরাঁ, মেট্রো সেবাসহ অন্যান্য পরিবহন। এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রকেরাও ধর্মঘটে যোগ দেয়ায় বাতিল করা হয়েছে সব ফ্লাইট।
পুলিশ জানায়, যেকোন ধরনের সহিংসতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়।