1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা ফ্রান্সে মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের উদ্যোগে কানাডা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিম আহমেদকে সংবর্ধনা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ফ্রান্সে

প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মাসব্যাপী চলা বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় লা কর্নভ ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে মোট ২৪ টি দল অংশগ্রহণ করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন চেজার্স সিলেট ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপ’র চেয়ারম্যান সাতার আলী সুমন (শাহ আলম) ।

তিনি বলেন, আমাদের কমিউনিটির ঐক্য, ভালোবাসা এবং খেলাধুলার প্রতি আগ্রহের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ক্রিকেট টুর্নামেন্ট ।সবার প্রচেষ্টা এবং অংশগ্রহণে এই টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, ফাইনালে পৌঁছানো দুই টিমকে আমি বিশেষ অভিনন্দন জানাই। জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু খেলাধুলার মাধ্যমে আমরা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা অর্জন করতে পারি—এটাই সবচেয়ে বড় অর্জন।

তার কথায়, আমি আশা করি এই টুর্নামেন্ট আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে এবং প্রতিবছর এই ধরনের আয়োজন আরও বড় পরিসরে হবে।
ফাইনাল খেলা দেখতে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের পাশাপাশি স্হানীয় ক্রিকেট সংগঠকরাও উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys