নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী পালিত বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে বিশেষ এ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সোলিদারিতে এশিয়া ফ্রান্স (এসএএফ)।
কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিসহ দুই শতাধিক নাগরিক অংশ নেন। রোববার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারিসের ১৮ তম এরোনডিসমেন্টের বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে একসাথে আবর্জনা সংগ্রহ, রাস্তা পরিষ্কার এবং সচেতনতামূলক প্রচারণা চালান অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ১৮ অঞ্চলের কাউন্সিলর ফেদরিক, কাউন্সিলর সিসোকো, জয়েল ডেলিকেট (সিএসপি)।
এছাড়া স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সক্রিয়ভাবে যুক্ত হন।
আয়োজক এসএএফ-এর প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, “বিশ্ব পরিচ্ছন্নতা দিবস শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটি টেকসই পৃথিবী গড়ার শপথের দিন। বাংলাদেশিসহ বিশ্বের মানুষ আজ একত্রে কাজ করে যে বার্তা দিয়েছে, তা ভবিষ্যৎ পরিবর্তনের সূচনা করবে।”
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার বিশ্বব্যাপী ১৫০টিরও বেশি দেশে একযোগে পরিচ্ছন্নতা দিবস পালিত হয়। এর মূল লক্ষ্য হলো পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক ও অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা, স্থানীয় পর্যায়ে জনগণকে পরিচ্ছন্নতায় সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।