নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড।
মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সুইস রাষ্ট্রদূত বলেন, তিন বছর ধরে আমি ঢাকায় কাজ করছি। এই সময়ে আমি এখানকার স্থানীয় নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছি। এখানকার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের অংশীদারিত্ব রয়েছে। তাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা সব সময়ই সজাগ রয়েছি। কারণ এটি আমাদের সুইস সংবিধানেও রয়েছে।
নাতালি চুয়ার্ড বলেন, ৫০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক অব্যাহত রয়েছে। এদেশের উন্নয়নে সবসময়ই আমরা অংশীদার হতে চাই। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কীভাবে সামনে এগোবে তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২৫ সাল নিয়েও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তার সঙ্গে আমরাও আছি।