নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে নিয়ে বিমানে দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
আর বিশ্বজয়ী মেসিদের বরণ করতে প্রস্তুত হয়ে আছে গোটা আর্জেন্টিনা।
দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় এখন লাখ লাখ মানুষ ভীড় জমিয়ে আছেন। তারা বিশ্বজয়ী বীরদের বরণ করতে করেছেন নানা আয়োজন।
ফ্রান্স টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। সেই রবিবারে জয় উদযাপনের রেশ গোটা আর্জেন্টিনা জুড়ে সোমবারও রয়েছে বহাল তবিয়তে।
তারা তাদের জাতীয় মহানায়ক লিওনেল মেসিকে স্বাগত জানাতে রীতিমতো উদগ্রিব। মেসিও হয়তো তাই ট্রফি সমেত দেশে ফেরার ছবি দিয়ে বলতে চেয়েছেন, ‘অপেক্ষা করো আর্জেন্টিনা, আসছি।’