1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

অভিবাসন প্রত্যাশীদের সচেতনতার মুখপাত্র ‘পথযাত্রী’: শাহ আলম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক: সুন্দর সোনালি দিনের প্রত্যাশা কে না করে। সেই সোনালি দিনের প্রত্যাশায় বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখে হাজারো মানুষ। কিন্তু সেই পথ যদি হয় কাটাঘেরা ভয়ংকর, তবে? নিরাপদ অভিবাসনে সচেতন করতে প্যারিসে বসবাসরত কিছু বাংলাদেশিদের উদ্যােগে ও প্রচেষ্টায় নির্মাণ করা হলো শর্ট ফিল্ম ‘পথযাত্রী’।

 

শুক্রবার প্যারিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথযাত্রীর প্রিমিয়ার শো ও মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। যেখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন সাংবাদিকবৃন্দ। তাদের মাধ্যমে ‘পথযাত্রী’ সবার নাগালে পৌঁছাবে এটা আমার বিশ্বাস। তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের লেখনি দিয়ে ‘পথযাত্রী’ হয়ে উঠবে সচেতনতার মুখপাত্র। বলছিলেন ছবিটির প্রযোজক সাত্তার আলী সুমন ওরফে শাহ আলম।

তিনি আরও বলেন, দালালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ইউরোপে প্রবেশ নিরুৎসাহ করতেই এ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। এ ছবিটির মূল বার্তা হচ্ছে দালালের খপ্পরে পড়ে মৃত্যুঝুঁকি নিয়েও দেশান্তরি যেন না হয় কেউ।

 

সাত্তার আলী সুমন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনুকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন ‘পথযাত্রী’ নির্মাণের পেছনে উনার অবদান অনেক। তাঁকে আমি অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি।

 

এই শর্ট ফিল্মে বন-জঙ্গল আর বিপজ্জনক রাস্তা পাড়ি দিতে গিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে কিভাবে দালালের নির্যাতনের শিকার হন তাই তুলে ধরা হয়েছে । কিভাবে একটি জীবন মহাসাগর কিংবা অন্ধকার জঙ্গলে শেষ হয়ে যায়, আর বাড়ির প্রিয়জনেদের বোনা স্বপ্নগুলো ভেঙে যায় অকুল পাথারে, তার এক জীবন্ত অবয়ব ‘পথযাত্রী’।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys