1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

মা ডায়ানার যে স্মৃতি মনে দাগ কেটেছে প্রিন্স উইলিয়ামের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রাজকীয় শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হয় রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। রানির জ্যেষ্ঠ সন্তান এবং যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস, তার দুই পুত্র প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা এতে অংশ নেন। তবে এই শোভাযাত্রা প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার স্মৃতি মনে করিয়ে দিয়েছে বলে জানিয়েছেন প্রিন্স উইলিয়াম।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। রাজকীয় বাসভবন স্যান্ড্রিংহাম হাউজের বাইরে শোকাহত মানুষের উদ্দেশে প্রিন্স উইলিয়াম বলেন, বৃহাস্পতিবার এক শোভাযাত্রায় রানির কফিনের পেছনে হাঁটার ঘটনা তার মায়ের শেষকৃত্যের ‘কিছু স্মৃতি ফিরিয়ে এনেছে।’

এর আগে রাজকীয় বাসভবনের বাইরে শুভানুধ্যায়ীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠান ছিল ‘চ্যালেঞ্জিং’।

১৯৯৭ সালের সেপ্টেম্বরে প্রিন্স উইলিয়াম এবং তার ভাই প্রিন্স হ্যারি তাদের প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার কফিনের পেছনে হেঁটেছিলেন। ওই ঘটনা অনেকের মনে দাগ কাটে।

২০১৭ সালে সংবাদমাধ্যম নিউজউইকের সঙ্গে আলাপকালে সেই ঘটনার অবতারণা করেন প্রিন্স হ্যারি। তিনি বলেন, ‘সেদিনের দুঃসহ স্মৃতির কথা উল্লেখ করে প্রিন্স হ্যারি বলেন, ‘মাত্রই মা মারা গেছেন। আর তার কফিনের পেছন পেছন দীর্ঘ সময় ধরে আমাকে হাঁটতে হলো! আমার চারপাশে হাজার হাজার মানুষ। টেলিভিশনে লাখ লাখ মানুষ আমাকে দেখছে। আমার মনে হয় না, কোনো পরিস্থিতিতেই কোনো শিশুকে এমন কিছু করতে বলা উচিত। ১২ বছরের একটি শিশুকে এমনটা করতে বলা কোনোভাবেই ঠিক নয়।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys