নিউজ ডেস্ক: করোনা মহামারির কারণে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ থাকা সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ড। এখন থেকে বিদেশি পর্যটক এবং শিক্ষার্থীদের ভিসা দেবে দেশটি। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ক্রুজ জাহাজ ও প্রমোদতরী চালু করেছে নিউজিল্যান্ড। দেশটিতে ভ্রমণ করতে হলে আগ্রহীদের অবশ্যই কোভিড প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। তবে কোয়ারেন্টাইনের কোনও শর্ত নেই। যদিও পর্যায়ক্রমে সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনার প্রথম ঘোষণাটি আসে গত ফেব্রুয়ারিতে। এরই অংশ হিসেবে টিকা নেওয়া নাগরিকদের ওই মাসে অস্ট্রেলিয়া থেকে ফেরার সুযোগ দেওয়া হয়। আর অন্য দেশ থেকে ফিরতে চাওয়ারা সুযোগ পান মার্চ থেকে।
আজ সোমবার অকল্যান্ডে ব্যবসায়িক সম্মেলনে অংশ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেন, সীমান্ত খোলার চূড়ান্ত পর্যায় একটি বড় একটি মুহূর্ত। ফেব্রুয়ারি থেকে আমাদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক প্রক্রিয়া চলছিল। কারণ আমরা অন্য দেশের পাশাপাশি আমাদের জনগণকে নিরাপদ রেখে বৈশ্বিক মহামারির মধ্য দিয়ে যাচ্ছি।
তবে করোনাকালে কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করায় বিতর্কের মুখে পড়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি। একদিকে পৃথিবীর সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা নিয়ে ‘গর্ব’, অন্যদিকে বিচ্ছিন্নতার কারণে পর্যটনের মতো শিল্পগুলোকে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হাজার হাজার নিউজিল্যান্ডবাসীকে বিদেশে আটকে থাকতে হয়েছে।