অনুষ্ঠানের মধ্য ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ সম্মিলন, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । ক্লিশি সিটি কপোরেশন হলে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীতের মধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধ দেবেশ বড়ুয়া । এ সময় তিনি বলেন, পথচলার ২৫ বছর পূর্ণ করছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৫ই জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরুকরে চ্যানেলটি। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক।
অনুষ্ঠানে ফ্রান্সে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশী বংশভুত বিশিষ্ট চিকিৎসক ডা: উত্তম বড়ুয়াকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়াও কমিউনিটিতে অনন্য অবদানের জন্য সুব্রত ভট্টাচার্জ শুভ, আরিফ রানা, প্রকাশ রায় ও ইমরান মাহমুদ কে বিশেষ সম্মাননা দেয়া হয়। পরে কেক কেটে এটিএন বাংলার রজত জয়ন্তী উদযাপন করা হয়। সবশেষ আবৃত্তি ও নৃত্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্যারিসের স্থানীয় শিল্পিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যপক অপু আলম, ইমরান মাহমুদ ও অতশি ভট্টাচার্জ ।