নিউজ ডেস্ক: আবারও করোনায় আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। শনিবার (২৩ জুলাই) রাতে তার নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
মন্ত্রীর এপিএস মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন ইমরান আহমদ। এর আগেও তিনি দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই সময় তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।