নিউজ ডেস্ক: সিঙ্গাপুরে শনাক্ত হয়েছেন প্রথম বাংলাদেশি করোনা ভাইরাস আক্রান্ত রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৯ই ফেব্রুয়ারি ৩ জন নতুন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর নাম ঘোষণা করে। এ নিয়ে সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম মাদারশিপ এই খবর দিয়েছে। খবরে বলা হয়, বাংলাদেশি ওই ব্যক্তির বয়স ৩৯ বছর। তিনি ওয়ার্ক পাস নিয়ে সিঙ্গাপুরে কাজ করছেন। তবে তিনি কখনো চীনে যাননি।
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে সিঙ্গাপুরে।
দেশটির এই দৈনিক বলছে, বাংলাদেশি ওই শ্রমিক গত ১ ফেব্রুয়ারি তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ বুঝতে পারেন। পরে তিনি সাধারণ একটি ক্লিনিকে যান। ৫ ফেব্রুয়ারি চিকিৎসকের পরামর্শ নিতে চেঙ্গি জেনারেল হাসপাতালে যান তিনি। ৮ ফেব্রুয়ারি নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনা ভাইরাসে তাঁর আক্রান্তের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেন। পরে তাঁকে এনসিআইসিডিতে পাঠানো হয়।