1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

ফ্রান্সে এবার দুই দিন ব্যাপী ‌’বাংলাদেশ উৎসবের’ আয়োজন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে দেশীয় সংস্কৃতি লালন ও চর্চাকে আরো ত্বরান্বিত করতে এবার ভিনদেশীদের সামনে বাঙালিদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ১৬ ও ১৭ জুলাই দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে গত বুধবার প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন থেকে আয়োজকরা জানান, অনুষ্ঠানে পোশাক, খাবার ও নানা আয়োজনের মধ্য দিয়েই বাঙালির সভ্যতা, কৃষ্টি ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে জারি ও ভাটিয়ালি গান পাশাপাশি হারাতে বসা পুঁথি শিল্পকেও নিয়ে আসা হবে।

বিশেষ করে এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে গল্পাকারে তুলে নিয়ে আসা হবে বাংলাদেশীয় সংস্কৃতির বিভিন্ন বিষয়।

গ্রামীণ ঐতিহ্যর মেলার মতো এখানেও বিভিন্ন দোকানে (স্টল) দেশীয় নানা সামগ্রী ও খাবার বিক্রির ব্যবস্থা করা হবে।

১৬ ও ১৭ জুলাই দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন শিশু ও মহিলাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা ও দ্বিতীয় দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এসোসিয়েশন সেকানো বাঙালি (এএসবি)র‌ আয়োজনে ও স্থানীয় সেন্ট ডেনিস মিউনিসিপ্যালিটির সার্বিক তত্ত্বাবধানে এ “বাংলাদেশ উৎসব” অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে সহযোগী হিসেবে থাকবে সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পীগোষ্ঠী, ফ্রান্স।

মিউনিসিপ্যালিটির নিরাপত্তা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসোসিয়েশন সেকানো বাঙালি (এএসবি)র‌ প্রেসিডেন্ট সরুফ সদিউল, স্বরলিপি শিল্পীগোষ্ঠী সভাপতি এমদাদুল হক স্বপন, বাংলা অটো ইকোলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলা অটো গ্যারেজ পরিচালক শরীফ রহমান, এ্যাসাইলাম এন্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থা (আইসা)র পরিচালক উবায়দুল্লাহ কয়েছ, বাংলাদেশ ফার্নিচারের পরিচালক মিয়া মাসুদ, বিএম সেলিম রেজা, স্বরলিপি শিল্পী গোস্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ,যুগ্ন সাধারন সম্পাদক মনসুর আহমেদ, প্যারিস বাংলা বাতিমোর চেয়ারম্যান জালাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys