ইতালি প্রতিনিধি: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুক্রবার সকালে হোটেলে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগ। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী দুবাই হয়ে দেশে যাওয়ার উদ্দেশে হোটেল ত্যাগ করার পূর্বে তিনি নেতাকর্মীদের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন। লোম্বার্দিয়া আওয়ামীলীগের নেতাকর্মীরা নেত্রীকে এতো কাছে পেয়ে বেশ আবেগ আপ্লুত ছিলেন। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন এবং উনার ভীষণ ২১ ও ৪১ বাস্তবায়নে প্রবাস থেকে দলের জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে কথা দেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালির রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার,মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ।
প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,প্রবীণ আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন,সহ সভাপতি খোরশেদ আলম,যুগ্ম সম্পাদক হানিফ শিপন,জামিল আহমেদ,মঞ্জুর হোসেন সাগর,সাংগঠনিক সম্পাদক ইরফান সিকদার,মিলান মহানগর আওয়ামীলীগের সভাপতি রহমান খান।