নিউজ ডেস্ক: ‘ঢাকার বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের অনেক পাওয়ার (ক্ষমতা)। সেখানে কাউকে রেপ (ধর্ষণ) করার জন্য তাদের কোনো রুমের প্রয়োজন হয় না। তারা ফোন করলে সেখানে লাইট বন্ধ হয়ে যায়। তারা সেখানে খেলার মাঠের মতো যে কোনো মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়তে পারেন।’
মঙ্গলবার (১৯ এপ্রিল) পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জগঠন) শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উত্তেজিত হয়ে আদালতে এসব কথা বলেন চিত্রনায়িকা পরীমনি।
পরীমনি উত্তেজিত কণ্ঠে বলেন, আমাকে রাত ১২টায় তারা ফোর্স করে বোট ক্লাবে ডেকে নিয়ে যান। আমি সেখানে শর্টপ্যান্ট পরে যাই। শর্টপ্যান্ট পরে সেখানে ঢোকার নিয়ম নেই। তাদের ক্ষমতার জোরে আমাকে সেখানে প্রবেশ করান।
প্রায় ঘণ্টাখানেক শুনানি চলায় আইনজীবীরা তাকে থামতে বলেন। এসময় পরীমনি বলেন, ‘আমি এখানে কথা বলতে না পারলে কোথায় বলবো?’