নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলার স্থপতি ও অবিসংবাদিত নেতা আখ্যায়িত করে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে তাঁর ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে
এ উপলক্ষ্যে শনিবার প্যারিসের বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের।
পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ।
রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয় ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করা হয় এতে অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহা।
এ সময় তিনি বলেন, শৈশব থেকেই বঙ্গবন্ধু নিপীড়িত, নির্যাতিত ও অত্যাচারিত মানুষের পক্ষে তাদের অধিকার নিয়ে সংগ্রাম আন্দোলন করেছেন।
বাঙালি জাতির মুক্তির জন্য তার যে অসামান্য অবদান ছিল তার জন্য জাতি আজন্ম তাঁকে মনে রাখবে।
আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে তিনি কখনও মাথা নত করেননি।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে অংশগ্রহণ গ্রহণ করেন মৌসুমী চক্রবর্তী সহ অন্যান্য শিল্পীরা।