1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

পান পাতারও আছে গুণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

আয়ুর্বেদিক শাস্ত্রে পানপাতার কদর বহুদিনের। প্রাচীন ব্যবস্থাপত্র থেকে শুরু করে হালের ফেইসপ্যাকে পর্যন্ত দেখা যায় পানের ব্যবহার।

বাথটাবে পান

কয়েকটি পানপাতার রস বাথটাবের পানিতে মেশালে র‌্যাশের সমস্যা কেটে যায়। এ ছাড়া শরীর দুর্গন্ধমুক্ত রাখতেও এ পদ্ধতি কাজে আসে।

 

ব্রণ কমাবে

পানের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের অনেক উপকারেই আসে। এর মধ্যে অন্যতম হলো ব্রণ দূর করা। ব্রণের ওপর পানপাতা বাটা লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ।

 

বন্ধ হবে চুলপড়া

আয়ুর্বেদের তত্ত্বমতে, পানপাতা বাটার সঙ্গে খানিকটা নারিকেল তেল মিশিয়ে চুলে লাগালে চুলপড়া কমবে। মিশ্রণটি লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

 

দূর হবে লালচে ছোপ

ত্বকে লালচে ছোপ দাগ দূর করতে পানপাতা সেদ্ধ পানি দিয়ে মুখ ধুতে পারেন। তবে মুখে দেওয়ার আগে পানিটা ঠান্ডা করে নেবেন। এটি ব্যবহারে মুখ পরিষ্কারও হবে।

 

গ্রীষ্মের ফেইসপ্যাক

কয়েকটি পানপাতা শুকিয়ে গুড়ো করে নিন। তাতে এক টেবিলচামচ মুলতানি মাটি ও পরিমাণমতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। গরমে ত্বকের সুস্থতায় ব্যবহার করুন ফেইসপ্যাকটি।

মুখের উজ্জ্বলতায়

পানপাতা বাটা মুখে লাগিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানিতে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys