নিউজ ডেস্ক: বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন ওয়েব সিরিজ। এতে ‘মুশকান জুবেরী’ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তার অভিনয়ের প্রশংসা করেছেন ওপার বাংলার এই নির্মাতা।
সৃজিত জানিয়েছেন, শুটিংয়ের সময় বেশ কষ্ট করেছেন বাঁধন। যার ফলেই জুবেরী চরিত্রটি সার্থক হয়েছে।
বাঁধনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে এই নির্মাতা লিখেছেন, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হলো অবশেষে। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেওয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’
ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়। এর বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত, থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে। শিগগিরই এটি দেখা যাবে হইচইয়ে।