নিউজ ডেস্ক: বড়দিনেও স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য কোনো উপহার কিনেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভুলোমনা হিসেবে তা খ্যাতি রয়েছে। গত বছরও স্ত্রীর জন্মদিনে উপহার দিতে ভুলে গিয়েছিলেন। খবর নিউইয়র্ক পোস্টের।
বড়দিন উপলক্ষে বুধবার ট্রাম্প টেলিকনফারেন্সে মার্কিন সেনাদেন সঙ্গে কথা বলেন। তখন সেনারা মেলানিয়ার জন্য কী উপহার কিনেছেন তা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এখনো মেলানিয়ার জন্য কিছু কেনা হয়নি।’
ফ্লোরিডার পাম বিচের রিসোর্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট জানান, মেলানিয়ার জন্য শুধু একটা সুন্দর কার্ড কেনা হয়েছে, তার চেয়ে বেশি কিছু নয়। তিনি আরও বলেন, ‘এখনো ওটা নিয়েই ভাবছি। হাতে সময় খুব একটা নেই।’