প্রবাস জীবনে সবাই ঘুর্নিঝড়। মানে ঘুর্নিঝড়ের মতোই ব্যস্ত। জীবনের মানে খোঁজার সময় নেই। সপ্তাহের একটা দিনই যেন ঈদ। সন্তানদের জন্য চাঁদ রাত।
এই সময়ের মধ্য কজনই বা পারে সাধারণের কথা ভাবতে। কিন্তু ফাতেমা খাতুন পেরেছেন। তিনি গনমানুষের জন্য তৃণমূল পর্যায়ে কাজ করে চলেছেন। অজান্তে, অবলিলায়। কোন আলোচনায় আসার জন্য তিনি কাজ করেন না। করেন বিবেক থেকে। অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি অনেক বাহবাও পেয়েছেন।
তিনি আমাদেরকথা অনলাইন পত্রিকার প্রকাশক। তার এই অবদান প্রবাসীদের গর্বিত করে। একজন নারী ঘরে বাইরে যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তার জন্য অনেক অনেক শুভকামনা। আজ তাঁর জন্মদিন। আপনার দির্ঘায়ু কামনা করছি। আমাদেরকথা পরিবার।