নিউজ ডেস্ক: লিবিয়ায় মানবপাচারকারী চক্রের কাছ থেকে অপহৃত হওয়ার পর অপহরণকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্ট জব্দ করা হয়েছে।
পাচারকারী চক্রের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। বেলা দেড়টায় রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।