নিউজ ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর এক করোনা হাসপাতালে শনিবার অকস্মাৎ আগুন ধরে যায়। এতে কমপক্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মস্কোর উত্তর-পশ্চিম অংশে অবস্থিত ওই হাসপাতালটিতে শুধু করোনা আক্রান্তদেরই চিকিত্সা চলছিল। ওই হাসপাতালে করোনা রোগীদের একটি রুমে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া জানা যায়নি আগুন লাগার কারণও।
অগ্নিদগ্ধ ওই হাসপাতালের রোগীরা ঠিক কী অবস্থায় রয়েছেন, সে বিষয়েও বিস্তারিত জানায়নি সংবাদ সংস্থা রিয়া।
তবে অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে, হাসপাতালের সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগুন তীব্র হওয়ার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ এখনও জানা যায়নি।
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন শনিবার রাতে টুইট করে জানান, আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরেও ওই হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে।
মেয়র জানান, রোগীদের একটি রুম থেকেই আগুন ছড়িয়েছিল। তবে, কীভাবে তা তদন্তের পরেই বলা সম্ভব।
প্রসঙ্গত, রাশিয়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২ লাখের বেশি মানুষ। এদের মধ্যে মারা গেছে মোট ১৮০০ জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানী মস্কোসহ রাশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলিতে লকডাউন চলছে। দেশের মোট করোনা মৃতের অর্ধেকই রাজধানী মস্কোর বাসিন্দা।
ইউরোপের এই দেশটিতে হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্স, জার্মানিকে পিছনে ফেলে করোনা তালিকার শীর্ষ পাঁচে উঠে এসেছে রাশিয়া।
সূত্র: হিন্দুস্তান টাইমস