1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা ফ্রান্সে স্থায়ী হওয়ার দারুণ সুযোগ, দেখুন আবেদন প্রক্রিয়া ফ্রান্সের সিনেট ভবন পরিদর্শনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের দল ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন সাফ আয়োজিত প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা ‘ঈদ বাজার ২০২৫’

যে কারণে বিধ্বস্ত হলো বিপিন রাওয়াতের হেলিকপ্টার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সস্ত্রীক মারা গেছেন। গতকাল বুধবার এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরের ভেঙে পড়ে। বিশেষজ্ঞরা এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটিকে বেশ নিরাপদ আখ্যা দিলেও সেই হেলিকপ্টার সেনাবাহিনীর এত গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তাকে বহনের সময়ই কীভাবে ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে, কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে। এদিকে হেলিকপ্টার ভেঙে পড়ার নেপথ্যে এই সম্ভাব্য কারণগুলো থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কোনো কারণই এই ঘটনার ক্ষেত্রে সুনিশ্চিত নয়, দাবি তাদের। সম্ভাব্য কারণগুলো হলো-

খারাপ আবহাওয়া : প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার বড় কারণ হতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, যে সময় দুর্ঘটনা ঘটে তখন সংশ্লিষ্ট অঞ্চল কুয়াশায় ঢাকা ছিল। ফলে দৃষ্টিসীমা কমে আসে। এমআই-১৭ভি৫-এর সাবেক পাইলট অমিতাভ রঞ্জন ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই দুর্ঘটনার নেপথ্যে অন্যতম কারণ হতে পারে খারাপ আবহাওয়া। এদিন আকাশ পরিষ্কার ছিল না।

পাওয়ার লাইন : একটি নির্জন এলাকায় ভেঙে পড়েছিল হেলিকপ্টারটি। সেক্ষেত্রে পাওয়ার লাইনে সমস্যা থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

যান্ত্রিক গোলোযোগ : পাইলট অমিতাভ রঞ্জন এক সাক্ষাৎকারে জানান, এই হেলিকপ্টারটি নতুন ছিল না, কিন্তু তার পাইলট যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। এই হেলিকপ্টার অত্যন্ত ভরসাযোগ্যও। এমনকি, ভিভিআইপিদের যাতায়াতের ক্ষেত্রেও তা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে হেলিকপ্টারটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি-না সেটি তদন্ত করে দেখা যেতে পারে।

উচ্চতা : হেলিকপ্টারটি ভেঙে পড়ার আগে কোনো উচ্চতায় তা ছিল সেই নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বুধবার স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটে নীলগিরির কাছে ভেঙে পড়ে এই হেলিকপ্টারটি। স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফট্যানান্ট কর্নেল হরজিন্দর সিং, এনকে গুরসেবক সিং, জিতেন্দ্র কুমার, লে/এনকে বিবেক কুমার, লে/এনকে বি সাই তেজা, হাভ সৎপালসহ ১৪ জন। তাদের ১৩ জনই দুর্ঘটনায় প্রাণ হারান। বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys