নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফিরেছেন ৩৯৬ বাংলাদেশি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওমানে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না।
একপর্যায়ে ওমান ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।