নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমি আক্তার রানী (৪২) নামে দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জুন) সকালে তেজগাঁও থানার এলেনবাড়ি এলাকায় বিবস্ত্র অবস্থায় প্রাইভেটকার থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। গাড়িটি এলেনবাড়ি স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) স্টাফ কোয়ার্টারের ভেতরে ছিল। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিবস্ত্র অবস্থায় প্রাইভেটকার থেকে ওই দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেলোয়ার এসএসএফ’র অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।’
বর্তমানে নিহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে কে বা কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ।